ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোট ৩১ মার্চ   

প্রকাশিত : ১৬:৪৩, ২০ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:৪৪, ২০ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার ১২২টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৪ মার্চ, বাছাই ৬ মার্চ ও মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৩ মার্চ।        

নির্বাচন কমিশনার হেলালুদ্দীন আহমদ বুধবার তফসিল ঘোষণা করেন। তিনি জানান, চতুর্থ ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ, বাছাই ৬ মার্চ; আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ এবং তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় ২৪ মার্চ ভোটগ্রহণ করা হবে।

তৃতীয় ধাপ থেকে সদর উপজেলাগুলোয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। এ ক্ষেত্রে তৃতীয় ধাপে সাত উপজেলায় যন্ত্রে ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। চতুর্থ ধাপে ১৬ উপজেলায় ইভিএমে ভোট নেয়া হবে।

এসি  

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি